বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
বরিশালে ১২ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।গতকাল (১৭ মার্চ) বৃহস্পতিবার রাতে নগরী হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ পটুয়াখালীর আঠারোগাছিয়া এলাকার মো. শাকিল মাতুব্বর (২১) ও নাঈম হাওলাদারকে (২০) আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী বিমান বন্দর থানার ক্যাডেট কলেজ এলাকা থেকে একই এলাকার মো. বিল্লাল সরদারকে (৩০) ১০ কেজি গাঁজাসহ আটক করে পুলিশের একই দল।এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয় বলে বিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।