বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
প্রকাশক ও সম্পাদক : মোঃ বিল্লাল হোসেন।  আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট রাসেল । ব্যবস্থাপনা সম্পাদক: কাজী মোস্তফা রুমি । যোগাযোগ : ০৩১-৭২৮০৮৫, ০১৮১১৫৮৮০৮০ মেইল: bdprotidinkhabor@gmail.com জহুর উল্লাহ বিল্ডিং (৩য় তলা), পানওয়ালা পাড়া, চৌমুহনী, উত্তর আগ্রাবাদ ১২৭৭, চট্টগ্রাম।

দোলেশ্বরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি

আগামীকাল (১৫ মার্চ) মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। প্রতিবার ১২ দল নিয়ে হলেও, এবারের প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১১টি। লিগ শুরুর আগেই নিজেদের নাম সরিয়ে নিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ফলে ১১ দল নিয়েই এবারের লিগ চালিয়ে নেওয়া হচ্ছে।

বিষয়টি নিয়ে ভীষণ বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী প্রাইম দোলেশ্বরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বোর্ড।

নিজামউদ্দিন বলেন, ‘এই বিষয়টা আমরা টুর্নামেন্ট শুরুর অল্প কিছু দিন আগে জেনেছি এবং ১১ দল নিয়েই সূচি করতে বাধ্য হয়েছি। আমাদের কাছে আর কোনো সুযোগ ছিল না। বোর্ডকে সিদ্ধান্তের জন্য দেওয়া হয়েছে, বোর্ড সিদ্ধান্ত নেবে।

আইনি ব্যবস্থা নেওয়াসহ আমাদের টেকনিক্যাল বিষয়গুলো চলছে। শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটা ভেবেই নেওয়া হবে।’

‘এটা আমাদের জন্য একটু বিব্রতকর যে টুর্নামেন্ট শুরুর অল্প কিছু দিন আগে জেনেছি একটা দল অংশ নিচ্ছে না বাংলাদেশের প্রধান একটা লিগে। ইতোমধ্যে সিসিডিএম বৈঠক করেছে এবং তাদের ছাড়াই আমরা সূচি করতে বাধ্য হয়েছি। বোর্ড আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’

প্রাইম দোলেশ্বরের পক্ষ থেকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তবে গুঞ্জন আছে, খেলোয়াড়দের সাথে পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

সুজন বলেন, ‘তারা নির্দিষ্ট কোনো কারণ বলেনি। লিগে অংশ নিতে অপারগতা জানিয়েছে। (খেলোয়াড়দের নিয়ে অসন্তোষ) এটা বোর্ড ও ক্লাবের বিষয়। গভর্নিং বডি হিসেবে আমাদের কাছে বিষয়টি আসলে আমরা বিষয়টি দেখার চেষ্টা করি। এখনও সেভাবেই হচ্ছে। কিন্তু অংশ না নেওয়া পুরো অন্যরকম বিষয়। বাইলজ দেখে, বোর্ডের সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নিব।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com