সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন
পুরুষ ফুটবল দল মার্চে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে। প্রথমটি ২৪ মার্চ মালদ্বীপে, দ্বিতীয়টি ২৯ মার্চ সিলেটে। শুধু ছেলেদের জন্যই প্রীতি ম্যাচ নয়, এবার মেয়েদের জন্যও ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
গতকাল (৭ মার্চ) সোমবার বাফুফের সদস্য, মহিলা কমিটির চেয়ারম্যান ও ফিফার কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, জুনের উইন্ডোতে ম্যাচ খেলার জন্য ইতিমধ্যে ৫টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখনো কোন দেশ খেলার সম্মতি দেয়নি। দেশ পাঁচটি হচ্ছে- কিরগিজস্তান, তাজিকিস্তান, গুয়াম, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।
বাংলাদেশ ঘরের মাঠে নাকি বাইরে গিয়ে ম্যাচ খেলবে তা নির্ভর করবে যে দেশ খেলতে রাজি হয়, সে দেশের সঙ্গে আলোচনার পর।
বাফুফের সাধারণ সম্পাদক মো.আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা ৫ দেশকে আমন্ত্রণ জানিয়েছি। জানি না কোন দেশ খেলতে রাজি হবে। যে দেশ খেলবে তাদের সঙ্গে আলোচনা করে ম্যাচ কোথায় হবে সে সিদ্ধান্ত নেবো।’