মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
আজ (৮ মার্চ) মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পাঁচলাইশের মুরাদপুর পিলখানা এলাকার আলী বিন আবু তালিব মাদরাসা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। আরমান পাঁচলাইশের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।চট্টগ্রামে একটি মাদরাসা থেকে আরমান হোসেন (১০) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান বলেন, সকাল সাড়ে ৯টায় খবর পেয়ে মাদরাসা প্রাঙ্গণ থেকে ছেলেটির মরদেহ উদ্ধার করা হয়েছে।তার হাত-পা ভাঙা ছিল। সিসিটিভি ফুটেজে ওই ছেলেকে সকালে সিঁড়ির ওপরের দিকে উঠতে দেখা গেছে।তিনি আরও বলেন, মাদরাসার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।