শনিবার, ২৪ মে ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১৫০০(পনের শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আত্মসাৎকৃত ১৬ (ষোল) ভরি স্বর্ণালংকার ও স্বর্ণালংকার বিক্রয়ের নগদ টাকা উদ্ধার সহ আসামী গ্রেফতার সেনাবাহিনী প্রধানের বক্তব্যকে সময়পযোগী বলে স্বাগত ও সমর্থন জানিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ তানোরে মাদ্রাসার ছাত্রকে কোরআন প্রদান তানোরে তিন দিনের বৃষ্টি আলুর জমিতে রোপনকৃত বোরো ধানের আশির্বাদ তানোরে বিষ ও কীটনাশকমুক্ত কৃষিপণ্য চাষে কৃষক কংগ্রেস সভা তানোরে প্লাস্টিক সংগ্রহ ও বর্জন অভিযানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা তানোরে ড্রেনের ময়লা প্রাথমিক বিদ্যালয়ের গেটের রাস্তায় বিড়ম্বনায় শিশু শিক্ষার্থীসহ অভিভাবকরা মিথ্যা মামলা ও দমন-পীড়ন থেকে সরে আসার আহ্বান জানালেন আল্লামা ইমাম হায়াত চট্টগ্রামে সিডিএর অনুমোদন ছাড়াই গরুর হাটের জন্য অবৈধ রাস্তা নির্মাণ: সিন্ডিকেটের পেছনে প্রভাবশালী নেতা আলমগীর

সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আত্মসাৎকৃত ১৬ (ষোল) ভরি স্বর্ণালংকার ও স্বর্ণালংকার বিক্রয়ের নগদ টাকা উদ্ধার সহ আসামী গ্রেফতার

প্রেস রিলিজ:

অভিযোগকারী নাফিসা বিনতে আলম (১৮), পিতা-মোঃ শাহ আলম, মাতা-শামীমা আক্তার, স্থায়ী সাং-দেওয়ান বাজার, রুমঘাটা, এশিয়ান ফার্নিচার বিল্ডিং, ৪র্থ তলা, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম অর্পনাচরণ গালস্ স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

প্রায় আড়াই মাস পূর্বে হোয়াটসএ্যাপ গ্রুপের মাধ্যমে আসামী শাফায়েত উল্লাহ আকাশ (১৯) এর সাথে বাদীনির পরিচয় হয়। সেই সুবাদে আসামী সুকৌশলে বাদীনির কাছ থেকে কিছু ছবি নেয়। এরপর আসামী বাদীনির ছবি এডিটের মাধ্যমে আপত্তিকর ও অশ্লীল করে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে বলে বাদীনিকে ব্ল্যাকমেইল করে হুমকি প্রদান করতে থাকে এবং দুই লক্ষ টাকা এনে দিতে বলে।

তখন বাদীনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আসামী বাদীনিকে বাসা হতে স্বর্ণালংকার নিয়ে তাকে দিতে বলে। আসামীর ব্ল্যাকমেইলের কারণে বাদীনি আতংর্কিত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তার কথামতো গত ০৫/০৩/২০২৫ইং তারিখ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন সাবেরিয়া দিদার মার্কেটের পাশে সাফা আর্কেট কমিউনিটি সেন্টারের সামনে রাস্তার উপর উল্লেখিত আসামী শাফায়েতকে বাদীনি তার মায়ের এক জোড়া স্বর্ণের চুড়ি, যার ওজন ০২ ভরি স্বর্ণালংকার প্রদান করেন। এভাবে বিভিন্ন তারিখ ও সময়ে বাসার সকলের অজান্তে আসামীকে দফায় দফায় বাদীনি বাসা হতে তার মায়ের চার জোড়া স্বর্ণের চুড়ি, যার ওজন-১০ ভরি, ০৩টি স্বর্ণের গলার চেইন, যার ওজন-০৪ ভরি, ০৬টি হাতের আংটি, যার ওজন-০১ ভরি এবং বাদীনির মায়ের ০২টি নেকলেস ও ০২ জোড়া কানের দুল, যাহার ওজন-০৪ ভরি, সর্বমোট-২১ (একুশ) ভরি স্বর্ণালংকার প্রদান করেন। যার সর্বমোট মূল্য অনুমান-৩১,৫০,০০০/-(একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। তারপর আসামী বাদীনিকে আরো দুই লক্ষ টাকা এনে দিতে বলে। অন্যথায় বাদীনির এডিট করা আপত্তিকর ও অশ্লীল ছবি গুলো অনলাইনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে বলিয়া হুমকি দিলে বাদীনি তার পরিবারের মান-সম্মানের কথা চিন্তা করিয়া বর্ণিত আসামীকে গত ১৫/০৪/২০২৫ইং তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড়ের মোড়স্থ কেএফসির সামনে রাস্তার উপর ১ম দফায় ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা এবং এভাবে পরবর্তীতে বিভিন্ন সময়ে কয়েক দফায় মোট-১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা প্রদান করে। আসামী দীর্ঘদিন যাবৎ অসৎ উদ্দেশ্যে বাদীনির ছবি এডিট করে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করতঃ প্রতারণার মাধ্যমে বাদীনির নিকট হতে নগদ টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করে মর্মে বাদীনির এইরূপ অভিযোগের প্রেক্ষিতে ইং ২২/০৫/২০২৫ তারিখ কোতোয়ালী থানার একটি আভিযানিক টিম চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া, চান্দগাঁও ও চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় সরাসরি জড়িত আসামী ১) শাফায়েত উল্লাহ আকাশ (১৯), পিতা-মজিবুর রহমান, মাতা-নাছিমা আক্তার, সাং-দেওদিঘী, উত্তর মার্দাসা, সিকদার বাড়ী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- রাহাত্তারপুল, চান্দা পুকুর পাড়, রহমান ম্যানশন, ৩য় তলা, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামকে চকবাজার থানাধীন বালি আর্কেড শপিংমলের সামনে হতে ইং ২২/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ১০:৩০ ঘটিকায় গ্রেফতার করে। আসামীকে জিজ্ঞাসাবাদে এবং তার প্রদত্ত তথ্যমতে আত্মসাৎকৃত স্বর্ণের ১৬ (ষোল) ভরি স্বর্ণালংকার ও অবশিষ্ট স্বর্ণালংকার বিক্রয়ের নগদ-৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উপরোক্ত ঘটনায় বাদীনির এজাহারের প্রেক্ষিতে কোতোয়ালী থানার মামলা নং-৩২, তারিখ-২৩/০৫/২০২৫ইং ধারা-পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(২)/৮(৩)/৮(৫)(ক) তৎসহ ৪০৬/৪২০ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়। আসামীকে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com