রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে পাহাড় কাটার অপরাধে মো. শফিউল আলম (৩৪) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম এই অভিযান পরিচালনা করেন। অভিযুক্ত ব্যক্তি পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান এলাকার আহমদ মিয়ার পুত্র।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর থেকে পাওয়া খবরের ভিত্তিতে গৌড়স্থান ভেল্লাবর পাড়ায় পাহাড় কাটার ঘটনা জানাজানি হলে, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর সেখানে অভিযান পরিচালনা করে।
এই অভিযানে শফিউল আলমকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং এক বছরের কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করে।
এছাড়া, লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকায়ও একটি অভিযান চালানো হয়। সেখানে তিনটি স্তূপে জমা করা ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
এই অভিযানে চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে পাহাড় কাটার অবৈধ কার্যক্রম বন্ধ করতে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর একে অপর্যায়ী পদক্ষেপ গ্রহণ করেছে।
পাহাড় কাটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটি স্থানীয় বাস্তুসংস্থান ও ভূমির অবক্ষয় সৃষ্টি করতে পারে, তাই এ ধরনের কার্যক্রম কঠোরভাবে বন্ধ করা প্রয়োজন।এই অভিযানগুলো পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রমাণ।