রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
টেকনাফের নাফ নদীতে কোস্টগার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১ কমলগঞ্জে ১ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান বড় ধরনের প্রতিশোধ নিতে যাচ্ছে প্রকৃতি, সতর্ক করলেন বিজ্ঞানীরা-কোথাও মানুষ ভালো নেই: ডামুড্যায় আমিনা খাতুন ইসলামি একাডেমির পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ লাখো ফুলে সজ্জিত চট্টগ্রাম ডিসি পার্ক -উদ্বোধন সচিব ড. শেখ আব্দুর রশীদ ২০২৪ সালে এক বছরে সড়‌কে নিহত সাড়ে ৮ হাজার, সব‌চে‌য়ে বেশি প্রাণহানি মোটরসাই‌কেলে টেকনাফে অপহরণ আতঙ্ক,ফের ফাঁকা গুলি ছুঁড়ে অপহরণ: ৭২ ঘন্টায় ৩০ জন: চান্দগাঁও থানা পুলিশের অভিযান কক্সবাজারে পর্যটকদের জন্য নতুন বছরের উপহার ‘ভ্রমণিকা’ অ্যাপ লোহাগাড়ায় পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তির এক বছরের কারাদণ্ড, এছাড়া ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়:

২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেবে ইসি

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

এ কাজ আগামী ৩০ জুনের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) নির্বাচন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার জানান, নির্বাচনের আগে ভোটার তালিকাকে সব প্রশ্নের ঊর্ধ্বে রাখতে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন ভোটারের তথ্য নতুন করে যাচাই-বাছাই করা হবে। তবে, যাচাই করা ১২ কোটি ৩৬ লাখ ভোটারের তথ্য প্রকাশ করা হবে না।

শুধু হালনাগাদে যেই ১৮ লাখ যুক্ত হয়েছে তাদের তথ্য প্রকাশ করা হবে।
২০০৯ সাল থেকে যারা ভোটার হয়েছেন তাদের তথ্য যাচাই করবেন কিনা, এমন প্রশ্নে সানাউল্লাহ বলেন, পুরো ভোটার তালিকা যাচাই-বাছাই করা হবে। তবে, খসড়া ভোটার তালিকায় সদ্য যুক্ত হওয়া ১৮ লাখ ভোটাদের তথ্য প্রকাশ হবে।

আর আগের ভোটার তালিকা যাচাই করা হলেও প্রকাশিত হবে না।আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আপনারা বলেছেন, অতীতে বিতর্কিত ভোটার তালিকা হয়েছে। এখন কোন বছরের তালিকায় বিতর্ক আছে এটা আমরা জানি না।

আমরা যদি পুরো তালিকা যাচাই না করি তাহলে কীভাবে বের করতে পারব? যাদের বয়স গতকাল ১৮ বছর হয়ে গেছে, তারা যদি তালিকাভুক্ত নাও হয়ে থাকেন ও আমাদের এই প্রক্রিয়ার মধ্যে তালিকাভুক্ত হবেন তারা ভোট দিতে পারবেন।

এ ছাড়া এই বছর যাদের ১৮ বছর হবে তারা ভোট দিতে পারবে কিনা এটা আইনি বিষয়।’আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন আশা করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আমাদের নির্বাচন করার জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা এর জন্য সব সময় প্রস্তুত।

ভোটার তালিকা প্রনয়ণ করাও এক ধরনের প্রস্তুতি। আমাদের এ ভোটার তালিকাকে সন্নিবেশ করতে আইনি কোনো জটিলতা নেই। তফসিল ঘোষণার আগে একটা তালিকা প্রকাশ হবে।আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ১৭ বছর বয়সে ভোটার নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা উনার ব্যক্তিগত মতামত দিয়েছেন। আমরা শুনেছি সেটা।

এটা নিয়ে আলোচনা চলছে। যদি ভবিষ্যতে এটা রাজনৈতিক কোনো মতৈক্য হয় বা কোনো সিদ্ধান্ত আসে বা যদি সংবিধানে পরিবর্তন আসে তাহলে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বিতর্কিত ভোটার তালিকা আমরা অনেক গণমাধ্যমে বিভিন্ন সময় দেখেছি। আপনারা আলোচনা করেছেন ও আমাদের সাধারণ মানুষদের মধ্যে এ ধরনের একটা পার্সেপশন (মতবাদ) আছে। আমাদের বাড়ি বাড়ি যাচাই করতে যাওয়ার অন্যতম প্রধান উদ্দেশ হলো বিতর্কের সমাধান করা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com