রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
এবার মুক্তিযোদ্ধার জমি দখলেনিলেন যুবদল নেতাকক্সবাজারের চকরিয়ায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালীর পরিবারের মালিকানাধীন এক কানি জমি জবরদখল করার অভিযোগ উঠেছে সাবেক যুবদল নেতা তৌহিদুল ইসলাম ফরহাদ ও তার সহযোগীদের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) জমি দখল করার পর তারা সেখানে ধানের চারা রোপণ করেন।মুক্তিযোদ্ধার স্ত্রী নেছারা বেগম এ ঘটনায় লিখিত অভিযোগ করেছেন চকরিয়া থানায়।
অভিযোগে বলা হয়, তৌহিদুল ইসলাম ফরহাদ, তার দুই ভাই ছুট্টু ও বাবু, এবং রুস্তম আলী চৌধুরী পাড়ার ইউসুফসহ আরও কয়েকজন দখলদার ওই জমিতে গিয়ে ধান রোপণ করেন।
জমিটির মালিক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালীর ছেলে জিয়াউল করিম মো. তারেক প্রায় ২০ বছর আগে কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বার আউলিয়া নগর এলাকায় ৪০ শতাংশ (এক কানি) জমি ক্রয় করেছিলেন। সে সময় থেকেই এই জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হচ্ছিল।
তবে সম্প্রতি, দেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে তৌহিদুল ইসলাম ফরহাদ এবং তার সহযোগীরা জমিটি দখলের চেষ্টা শুরু করেন। নেছারা বেগম বলেন, বৃহস্পতিবার সকালে অস্ত্রধারী কিছু লোক নিয়ে তৌহিদুল ইসলাম ফরহাদ ওই জমিতে প্রবেশ করে ধানের চারা রোপণ করেন।
অন্যদিকে, অভিযুক্ত তৌহিদুল ইসলাম ফরহাদ এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তারা শুধু তাদের জমিতে ধানের চারা রোপণ করেছেন, কারণ বর্তমানে সেখানে কাজ করার সুযোগ ছিল।এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম ভূঁইয়া বলেন, বীর মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল করে ধানের চারা রোপণ করা সংক্রান্ত অভিযোগ তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।