শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।

আন্ত:জেলা ডাকাত চক্রের ২ সদস্য লোহাগড়া থানা পুলিশের হাতে আটক

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় আন্ত:জেলা ডাকাত চক্রের ২ সদস্য লোহাগড়ায় থানা-পুলিশের হাতে আটক।
গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই শরীফুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয় থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হল, বগুড়া জেলার শীবগঞ্জ দাওয়াঘী কিষ্টপুর এলাকার আইয়ুব আলীর পুত্র শরিফুল ইসলাম (৩৫) এবং শিবগঞ্জ আলাদীপুর এলাকার বুলু মন্ডলের পুত্র জসিম উদ্দিন জুয়েল (৩৫)।থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে চট্টগ্রাম অভিমূখী একটি পিক-আপ থামিয়ে সন্দেহ হলে দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে।

লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, আমাদের থানা পুলিশের টিম চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ২জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায়ও মামলা রুজু করা হয়। আটককৃতদেরকে বৃহস্থপতিবার সকালে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com