রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন
খায়রুল খন্দকার টাঙ্গাইল :
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী চলছে। এসব কর্মসূচি থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি জানানো হয়। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ভূঞাপুরে এ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ছাত্র বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র জনতা।
বুধবার(৪ ডিসেম্বর) উপজেলার পৌর শহরের ইবরাহীম খাঁ সরকারি কলেজের বিপ্লবী ছাত্র জনতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। এতে কলেজের সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি ইবরাহীম খাঁ সরকারি কলেজ প্রাঙ্গন থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে কলেজের শিক্ষার্থীরা বলেন, এই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করে দেশের অসাম্প্রদায়িকতা বজায় রাখার প্রতি জোর দাবি জানাই। দেশে সকল ধর্মের বর্ণের মানুষ একসাথে বাস করছে।
সেখানে ইসকন শান্তি শৃঙ্খলা বিনস্টে অপচেস্টা চালিয়ে যাচ্ছে। সেইসাথে চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যার সাথে জড়িত দোষীদের অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বিক্ষোভ মিছিলের বিষয়ে ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান সরকার জানান, শিক্ষার্থীরা সম্মিলিত হয়ে কলেজ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি রেব হতে দেখেছি।