মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
ফয়সাল আহমেদ রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩৭ পুরিয়া হেরোইন সহ ৩ জন মাদক ব্যবসায়ী,ও ডাকাতি প্রস্তুতি মামলায় ১ জন আসামী ও মাদক সেবন করায় মোবাইল কোর্টে ৭ দিনের সাজাপ্রাপ্ত ১ জন আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, বুধবার রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ ফরিদ মিয়া এবং এসআই সিহা আহমেদ সঙ্গীয় সঙ্গীয় ফোর্স সহ গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা শহীদ মিনারের সামনে থেকে উত্তর উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার বানু
মোল্লার ছেলে মোঃ শাহীন মোল্লা (৩০), দৌলতদিয়া শাহাদাত মেম্বার পাড়ার মৃত সৈয়দ আলী খন্দকারের ছেলে মোঃ বিল্লাল খন্দকার (৪০), পুড়াভিটা হলের সামনে জলিল এর বাড়ি (ভাসমান) আলেক মালতের স্ত্রী খুদেজা ওরফে পিচ্চি (৫০) কে গ্রেপ্তার করেন। ডাকাতি প্রস্তুতি মামলার এজাহারনামীয় পলাতক আসামী ইমান খার পাড়ার কাশেম আলী খানের ছেলে ইলিয়াস খান (২৮), মাদক সেবন করার অপরাধে চর দৌলতদিয়া তমিজউদ্দিন মৃধা পাড়ার রহিম শেখের ছেলে ফজল শেখ (৪০) দের গ্রেপ্তার করেন। আসামীদ্বয়দের কে নিয়মিত মামলা দায়ের করে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে ।