শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন
মোহাম্মদ নান্নু মৃধা, শরীয়তপুর প্রতিনিধি
গোপালগঞ্জে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
শনিবার (৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুর মডেল মসজিদ অডিটোরিয়ামে এই বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। কোম্পানির জি এম (উন্নয়ন) মোঃ নাইমুল ইসলামের সভাপতিত্বে আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন এবং মোঃ খলিলুর রহমান দুলাল, উর্ধ্বতন নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, নির্বাহী পরিচালক সোলায়মান হোসেন সোহাগ, প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল। এসময় উপস্থিত ছিলেন কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদোত্তীর্ণ বীমা গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর করেন প্রধান অতিথি বি এম ইউসুফ আলী।