বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন
খায়রুল খন্দকার টাঙ্গাইল :
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও যুবদলের সাবেক আহবায়ক মরহুম রফিকুল ইসলাম রফিকের স্মরণ সভ অনুষ্ঠিত।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে পৌর এলাকার ছাব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু,পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক ও জেলা ছাত্রদলের আহবায়ক সচিব দূর্জয় হোড় শুভ প্রমুখসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপি মানুষের কাছে যে ওয়াদা করে সেটি রক্ষা করে। তারই ধারাবাহিকতায় দেশ নায়ক তারেক রহমান আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত। তিনি কিভাবে পরিচালিত করবেন তা তিনি ইতোমধ্যেই কিছুদিন আগে সেই ৩১ দফা দেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন। আমি ও আমরা দলগত ভাবে মনে করি, তারেক রহমানের ৩১ দফা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। এই ৩১ দফা বাস্তবাতি হলে দেশের শান্তি হবে, উন্নয়ন হবে ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।
সুলতান সালাউদ্দিন টুকু আরো বলেন, আওয়ামী লীগ সে পথে চলছে আমরা যদি সে পথে চলি তাহলে কি ঠিক হবে। বিএনপি কিন্তু দলগতভাবে সঠিক লাইনে আছে। কারণ দেশের মানুষের যে আকাঙ্খা স্বাধীনতার যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে এ দেশটি স্বাধীনতা হয়েছে।
স্বাধীনতা যুদ্ধে মূল আকাঙ্খা ছিল গণতন্ত্র। তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল বাকশাল থেকে আর শেখ মুজিব বাকশাল কয়েম করেছিল।
আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৯ বছর আন্দোলন-সংগ্রাম করে এ দেশের মানুষকে সংসদীয় গণতন্ত্র দিয়েছে। দেশ নায়ক তারেক রহমান এই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য।
কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে গণতন্ত্র প্রিয়। নিজের ভোট নিজে দিয়ে পছন্দের মানুষকে জনপ্রতিনিধি ও সরকারের দায়িত্ব দিতে চায়।