বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
চেয়ারম্যান: মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
পপুলার লাইফ এবং অরোরা স্পেশালাইজড হসপিটালের মধ্যে স্বাস্থ্য চুক্তি সম্পাদিত সিএমপির বায়েজিদ বোস্তামী থানার অভিযান নওগাঁর মান্দায় ইজারাকৃত বিলের ৮-৯ লক্ষ্য টাকা মাছ হরিলুটের অভিযোগ চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠকি সম্পাদক সুমন গ্রেপ্তার -হাজারি গলিতে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপ নিলামে উঠছে এমপিদের শুল্কমুক্ত ৩৪ গাড়ি হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ ১৬টি মামলার আসামি বেড়েছে মরিচের দাম, চড়া চালের বাজার মুরগির সঙ্গে বাড়ছে পেঁয়াজের দাম অক্টোবরে সড়কে ঝরেছে ৪৬৯ প্রাণ নওগাঁয় এক হাজার দুইশ ৫৫ হেক্টর জমিতে পোটলের চাষ হয়েছে বালিয়াডাঙ্গী ভূমি অফিসে জাল দলিল দাখিল করার অপরাধে ২ বিবাদীর ৭ দিনের কারাদন্ড

নওগাঁ সদর ২৫০ বিশিষ্ট হাসপাতাল একবর ইসিজি করতে সরকারি নির্ধারিত নিধ ৮০ টাকা ফি দিতে হয়

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

সরকারি হাসপাতালে একবার ইসিজি করতে সরকার নির্ধারিত ৮০ টাকা ফি দিতে হয় রোগীকে। সরকারি রসিদে সেই ফি আদায়ে সার্বক্ষণিক কক্ষে নিয়োজিত থাকেন একজন আউটসোর্সিংয়ের কর্মী।

তবে গত দুই মাস ধরে রসিদ বহির্ভূতভাবে সরকার নির্ধারিত ফির দ্বিগুণ টাকা আদায়ের অভিযোগ উঠেছে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে। এভাবে প্রতিমাসে অন্তত আড়াই লাখ টাকা হরিলুট করছে হাসপাতালের সক্রিয় আউটসোর্সিংয়ের একটিসিন্ডিকেট।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সরেজমিন দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের সামনে ইসিজি কক্ষে মাস্ক পরিহিত একজন নারী কর্মচারী। ওই সময় পাঁচজন রোগী ইসিজি করার পর কক্ষ থেকে বেরিয়ে এলেও তাদের কারোর হাতেই রসিদ দেখা যায়নি।

রসিদ বহির্ভূতভাবে টাকা আদায়ের কারণ জানতে চাইলে মৌসুমী আক্তার নামের নারী কর্মচারী বলেন, ‘যারা আসছেন প্রত্যেকেই সংকটাপন্ন রোগী। তাই ইচ্ছে থাকলেও বেশ কয়েকজনকে রসিদ দেওয়া সম্ভব হয়নি। তবে কেউ রসিদ চাইলে তাদের অবশ্যই দেওয়া হবে।’

সকাল থেকে আদৌ কোনো রোগীকে ইসিজি পরীক্ষার রসিদ দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে মৌসুমী আক্তার এ বিষয়ে ইসিজি ইউনিটের ইনচার্জের সঙ্গে কথা বলতে অনুরোধ করেন।

এ ঘটনার কিছুক্ষণ পর ইসিজি কক্ষে একে একে পাঁচটি রসিদ কেটে সাইডে সরিয়ে রাখতে দেখা যায় মাস্ক পরিহিত আউটসোর্সিং কর্মচারী মৌসুমী আক্তারকে।

একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে ইসিজি ইউনিটে ডেকে নেন ইনচার্জ মোমোকে। সেখানে প্রতিবেদকের উপস্থিতিতে আউটসোর্সিং কর্মচারীদের সতর্ক করে দেন মোমো।

নাম প্রকাশ না করার শর্তে জেনারেল হাসপাতালের একাধিক সূত্র জানিয়েছে, পরিবর্তিত প্রেক্ষাপটের পর ইসিজি ইউনিটের দায়িত্ব পান আরাফাত হোসেন নামের আউটসোর্সিংয়ে কর্মরত এক কর্মচারী। এরপরই লেমন সেখানে গড়ে তোলেন একটি সক্রিয় সিন্ডিকেট।

আরাফাতের হয়ে সেখানে মৌসুমী ও জান্নাত নামে আরও দুজন আউটসোর্সিং কর্মচারী রসিদ বহির্ভূত টাকা আদায় করেন। জরুরি বিভাগে প্রতি ২৪ ঘণ্টায় অন্তত ১০০ জন রোগীর থেকে ইসিজি পরীক্ষায় রসিদ বহির্ভূত টাকা আদায় করে এ সিন্ডিকেট। একই অভিযোগ করেন ৬০২ নম্বর বেডে ভর্তি নওগাঁ পৌরসভার কোমাইগাড়ী মহল্লা থেকে আসা রোগী শিউলি বেগম।

তিনি বলেন, ‘বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে জরুরি বিভাগে এসে ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষা করানোর পর আমার কাছেও রসিদ ছাড়াই অতিরিক্ত টাকা আদায় করেছেন আউটসোর্সিং কর্মচারিরা।

সিন্ডিকেট প্রসঙ্গে জানতে চাইলে আউট সোর্সিং কর্মচারী আরাফাত বলেন, ‘আমি নিজে ইসিজি করি না। সবসময় ইসিজি ইউনিটে থাকতেও পারি না। আমার লোকেরা সেখানে ইসিজি করেন। দিনে সর্বোচ্চ ২০টি ইসিজি হয়। রসিদ ছাড়া টাকা নেওয়া হয় না।

তাই সিন্ডিকেটের কোনো প্রশ্নই আসে না।’ হাসপাতালের ইসিজি ইউনিটের ইনচার্জ কার্ডিওগ্রাফার মোমো বলেন, দুপুরে রসিদ বহির্ভূতভাবে টাকা আদায়ের প্রমাণ পাওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে তত্ত্বাবধায়ককে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ইউনিটের ইনচার্জ হওয়া সত্ত্বেও ২৪ ঘণ্টা তাদের নজরদারিতে রাখা সম্ভব হয় না। হয়তো এ সুযোগেই তারা এমনটি করেছে। আগামীতে বিষয়টি নজরদারিতে রাখা হবে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, ইসিজি ইউনিটে রসিদ বহির্ভূত টাকা আদায়ের সত্যতা পাওয়া গেছে।

যে বা যারা এ ঘটনায় জড়িত তাদের প্রত্যেককে শোকজ করা হবে। তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে হাসপাতাল প্রশাসন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com