মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন
খায়রুল খন্দকার টাঙ্গাইল:
সিএনজিতে কর্মস্থলে আসার পথে টাঙ্গাইলে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলীম (৫০) নামে এক কিন্ডারগার্টেনের শিক্ষক নিহত ও কয়েকজন আহত।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে সাড়ে টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রসুলপু্র এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক আব্দুল আলীম ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। বর্তমানে তিনি ভূঞাপুর পৌরসভার ঘান্টান্দী নতুনপাড়ার বাসিন্দা। শিক্ষক আব্দুল আলীম ভূঞাপুর পৌর শহরের প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক।
জানান, আব্দুল আলীম সকালে টাঙ্গাইল শহরের নিজ বাসা থেকে বের হয়ে ভূঞাপুরে কর্মস্থলে আসার জন্য টাঙ্গাইল শহর নতুন বাস স্ট্যান্ড থেকে সিএনজিযোগে রওনা হন।পথিমধ্যে রসুলপুর এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রচুর রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের (এএসআই) আলমগীর বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।