বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
ফয়সাল আহমেদ, রাজবাড়ী
দৌলতদিয়া যৌনপল্লীতে মদ্যপান করে ইমরান শেখ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তি বরিশাল জেলার বানারীপাড়া থানা চাখার গ্রামের নজরুল শেখের ছেলে। সে দৌলতদিয়া যৌনপল্লীর জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিট সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানান, বর্তমানে যৌনপল্লীতে সব ধরনের মাদক বিক্রি হচ্ছে ওপেনে। এই মাদক সেবন করে অনেক ছেলে ও যৌনপল্লীর মেয়েরা মারা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পতিতাপল্লী এলাকায় অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হলে রেল স্টেশন টার্মিনাল এলাকা থেকে অজ্ঞাতনামা রিক্সাচালক রাতে ইমরান শেখকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোয়ালন্দে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।