বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
“সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কুতুব উদ্দিন মহোদয়ের (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সভাপতিত্বে অত্র জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ
সেপ্টেম্বর-২০২৪ এর দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এ সময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় বলেন সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করা হবে। পরে নিয়োগ কমিটির সদস্যদের সমন্বয়ে ০৪টি ইভেন্টের (২০০ মিটার দৌড়, পুশ আপ, লং জাম্প ও হাই জাম্প) মধ্য দিয়ে সুন্দর ও সুষ্ঠু ভাবে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স হতে নিয়োজিত বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।