বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
খায়রুল খন্দকার টাঙ্গাইল :
টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্যহীন গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত সাম্প্রদায়িক ও মানবিক নতুন বাংলাদেশ বিনির্মাণের সহায়ক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩০ অক্টোবর)সকালে উপজেলার কনফারেন্স রুমে পিস ফ্যাসিলেটটর গ্রুপ (পিএফজি) ও সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ কর্তৃক আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সুজনের উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাতেমা বিনতে আখতার।
আরো উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, বিএনপির পৌর কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ, শহীদ জিয়া মহিলা কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন, ইবরহীম খাঁ ফাযিল মাদ্রাসার সহকারি অধ্যাপক সিরাজুল ইসলাম, সুজন পৌর কমিটির সভাপতি আব্দুস ছালাম, জাতীয় পার্টির সদস্য সচিব রেজাউল করিম, ময়মনসিংহ প্যান এর সদস্য অরবিন্দ পাল, পিএফজি এর সমন্বয়ক শাহ আলম প্রামাণিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, ভূঞাপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন গোলাম মোস্তফা,সাংবাদিক মাহমুদুল হাসান, ফরমান শেখ।
অনুষ্ঠানে সেবক টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ভূঞাপুর ব্লাড ব্যাংকের সহ সভাপতি ফেরদৌস প্লাবন মোল্লা, প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক মো: রনি, ইবরাহীম খাঁ‘র আলোকিত ভূঞাপুর গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভানসহ উপস্থিত সকল সংগঠনের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে উপস্থিত সকলে দেশকে বৈষম্যহীন গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক ও মানবিক দেশ বিনির্মাণের জন্য সকল রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরেরর জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ও কোন অন্যায় ও দুর্নীতিকে প্রশয় না দেয়ার আহবান জানিয়েছেন।