শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন
গাইবান্ধা প্রতিনিধি মো শাকিল মিয়া
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোর্দ্দরুহিয়া গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে ৩ জন হাসপাতালে ভর্তি থানায় অভিযোগ দায়ের।
অভিযোগ সূত্রে জানাযায় ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বিবাদী মৃত গোলজারের ছেলে মধু মিয়া (৫৫) মধু মিয়ার ছেলে সেলিম মিয়া (২৫) মধু মিয়ার মেয়ে শিমু খাতুন (২২) মধু মিয়ার স্ত্রী সেলিনা বেগম (৫০) ও সেলিম মিয়ার স্ত্রী দোলন বেগম এর (২৩) বাড়ীর চালে বাদী নুর-আলম আকন্দের গাছের ডাল যাওয়ায় বিবাদীগং কিছু না জানিয়ে গাছের ডাল ভেঙ্গে ফেলায় বিবাদীগংদের কে না জানিয়ে ডাল ভাঙ্গার কারণ জিজ্ঞেস করাকে কেন্দ্র করায় মনোমালিন্যতার সৃষ্টি হওয়ায়।
বিবাদীগং হাতে ধারালো ছোরা, লোহার রড়, লাঠি সোডাসহ দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী জনতায় দলবদ্ধে বাদীর বাড়ীর উঠানে অনধিকার প্রবেশ করিয়া গালিগালাজ করতে থাকে বিবাদীগংদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী মধু মিয়ার হুকুমে সকল বিবাদীগং আমাকে মারডাং করতে থাকলে আমার স্ত্রী চায়না বেগম ও মেয়ে নুরানী বেগম আগাইয়া আসলে বিবাদীগং আমার স্ত্রী ও মেয়েকেও লাঠি, রড দিয়া এলোপাতাড়ি ভাবে মারডাং করিতে থাকে এবং আমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়া নেয়।
পরে স্থানীয় লোকজন আগাইয়া আসলে বিবাদীগং খুন করার হুমকিধামকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে অটোভ্যান যোগে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করান।