রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে গোসাইরহাট উপজেলা প্রশাসন ৮ ছেলেকে আটক করেছে।
মঙ্গলবার ২২ অক্টোবর বিকাল ৫ টায় গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানিয়া বিনতে আফজল এ অভিযান চালান। এসময় অবৈধ ভাবে ইলিশ মাছ ধরায় ৮ জেলা কে আটক করা হয়।পরবর্তীতে তাদের ভ্রাম্যমান আদালতে বিচারের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে শরীয়তপুর জেল হাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে গোসাইরহাট সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা জানান যে,জেলেদের কাছ থেকে তেমন মাছ পাওয়া যায়নি। মাত্র ৫/৭ কেজি মাছ পাওয়া যায়,তা স্থানীয় এতিমখানায় দিয়ে দেয়া হয়েছে। আটককৃত ও দন্ডপ্রাপ্ত জেলেরা হলেন,আবুল হোসেন বেপারী (৩৫) পিতাঃ ইসমাইল বেপারী গ্রামঃ কোদালপুর,মাকসুদুল ফকির (৩৪) পিতাঃ আব্দুল খালেক ফকির গ্রামঃ সাইখ্যা,
তৌহিদ মিয়া (১৯) পিতাঃ জানু মিয়া গ্রামঃ ছৈয়াল পাড়া, বাদশা মাদবর (৬৫) পিতাঃ সোহরাব মাদবর গ্রামঃ ছৈয়াল পাড়া, ফয়সাল মোল্লা (২৮) পিতাঃ বাচ্চু মোল্লা গ্রাম পারেকের চর, শাহ আলম সরকার (২৬) পিতাঃ নাসির সরকার গ্রামঃ পারেকের চর ,স্বপন হাওলাদার (৩৮) পিতাঃ সিরাজ হাওলাদার
, মোহাম্মদ আলামিন (৩৬) পিতাঃ বাচ্চু মোল্লা গ্রামঃ পারেকের চর সর্বশেষ থানা গোসাইরহাট জেলাঃ শরীয়তপুর।