বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
শাহাজামান বাদশা, পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন ইসবাত হোসেন, ওসি ওবাইদুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাস, পৌর সভাপতি বাবুরাম মন্ডল, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, জেলা পূজা পরিষদ নেতা মৃত্যুনঞ্জয় সরদার, শিক্ষক সুকৃতি মোহন সরকার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, বিভাসেন্দু সরকার, মুরারী মোহন সরকার, কনক সরকার, কালিপদ বিশ্বাস, কৃষ্ণেন্দু দত্ত, দেবব্রত মন্ডল, বিদ্যুত বিশ্বাস।
সভায় কেন্দ্রীয় পূজা পরিষদ ও জেলা প্রশাসনের নির্দেশনায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা পূজা উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।