বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
২৭শে মার্চ বিকেল ৫ টায় নগরীর খুলশী থানাদ্বীন জালালাবাদ মুক্তিযোদ্ধা কলোনীতে এই ঘটনা ঘটে।
ভুক্তভুগি বলেন, আমি থানায় মামলা করেছি । বর্তমানে আমি আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগেতেছি। গত ২৭শে মার্চ বিকেল ৫ টায় খুলশী থানাদ্বীন জালালাবাদ মুক্তিযোদ্ধা কলোনীর ২৫ নং দাগে পুরাতন ঘর ভেঙে নতুন করে ঘর নির্মাণ করতে গেলে এই বিরোধের সৃষ্টি হয়। যখন মানুষ সারাদিন রোজা রেখে ইফতার করার জন্য অপেক্ষায় থাকে ঠিক সেইসময় ৭১ এর রাজাকারদের হার মানিয়ে বর বর সান্ত্রাসীরা অতরকিত হামলা চালায়। আমরা এই ঘটনার দোষীদের গ্রেফতার কামনা করছি।
এই বিষয়ে খুলশী থানায় যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন এই বিষয়ে রাবেয়া আক্তার মেরি বাদী হয়ে ১৩ জনকে আসামী করে একটি মামলা রুজু করেন । আমরা আসামীদের দ্রুতু গ্রেফতারের চেষ্টা করছি।