শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৪ অপরাহ্ন
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর রাণীনগর উপজেলায় মহিলা আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা মহিলা আওয়ামী লীগ। বিকাল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক চাঁদ আক্তার পারভীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, মহিলা আওয়ামীলীগ নেত্রী স্বর্ণা প্রমুখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।