শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
আসন্ন রমজান মাসে ভোজ্যতেল, ছোলা, ডাল, পেঁয়াজ, চিনি, খেজুরসহ আট পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
বাংলাদেশ ব্যাংক রোজার আগে ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে এ পদক্ষেপ নিয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে- ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুর।
নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, রোজার আগে এই ৮ পণ্য ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। এ সুযোগ থাকবে ৩১ মার্চ পর্যন্ত।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা জানান, রোজায় জরুরি এসব পণ্যের যেন সংকট তৈরি না হয় এ কারণে এ সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে বাকিতে পণ্য আমদানি করতে পারবেন আমদানিকারকরা। ব্যাংকগুলো যথাযথ প্রক্রিয়া মেনে আমদানি ঋণপত্র (এলসি) খুললে পণ্য চলে আসবে।