মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন
বিশেষ সংবাদদাতা
গত বছর মে মাসে হঠাৎ করে ফুটবলকে বিদায় বলে বাফুফে ক্যাম্প ছেড়ে বাসায় চলে গিয়েছিলেন জাতীয় দলের ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না।
বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়ন করানোর অন্যতম কারিগর স্বপ্না নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। আগামী ১২ জানুয়ারি শুক্রবার তিনি বিয়ে করতে যাচ্ছেন। মঙ্গলবার স্বপ্না নিজেই তার বিয়ের আমন্ত্রণ কার্ড প্রেরণ করে নতুন জীবন শুরুর জানান দিয়েছেন।
স্বপ্নার হবু বরের নাম সুবে সাদিক মুন্না। ব্রাহ্মণবাড়িয়ার এ যুবক থাকেন সৌদি আরবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুইজনের পরিচয় থেকে ভালোবাসা হয়। শেষ পর্যন্ত ভালোবাসার মানুষকে নিয়েই জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন দেশের অভিজ্ঞ এই ফুটবলার।
‘বিয়ের তারিখটা হঠাৎ করেই দেওয়া। এই মাত্র কার্ড নিয়ে বাসায় ফিরলাম। রংপুরের পালিচড়ায় আমাদের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান হবে’-রংপুর থেকে বলছিলেন জাতীয় দলের সাবেক এই ফরোয়ার্ড।