বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
মো. সেলিম উদ্দিন খাঁন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে কার্যত শুরু হয়ে গেছে পর্যটন মৌসুম।
এক জানুয়ারি-থেকে বিপুলসংখ্যক পর্যটক ভিড় করছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই মাসে পবিত্র মাহে রমজান শুরু হবে। এজন্য জানুয়ারিতে লাখো পর্যটকের সমাগম বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের বাড়তি তৎপরতা চোখে পড়ছে। সোমবার
(১৯ জানুয়ারি) গভীর রাতেও সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে টহল দিতে দেখা গেছে ট্যুরিস্ট পুলিশকে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বাংলাদেশ প্রতিদিন খবরের বলেন, কক্সবাজারে এখন উৎসবের আমেজ। লাখো পর্যটক কক্সবাজার আসছে। আমরা আমাদের কাজ করছি যেন পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে মধ্যরাতেও কার্যক্রম অব্যাহত রেখেছি। বিভিন্ন অপরাধীদের কারণে পর্যটকরা যেন হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখছি। পর্যটনের সঙ্গে এ জেলার সব মানুষ কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি। কক্সবাজারের পর্যটন খাতকে কীভাবে আরো টেকসই ও পরিবেশবান্ধব করা যায় সে লক্ষ্যে আমাদের কর্মতৎপরতা অব্যাহত থাকবে।