শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক
চোট কাটিয়ে দীর্ঘ ১৪৮ দিন পর ফিরলেন কেভিন ডি ব্রুইনা। তার প্রত্যাবর্তনের ম্যাচে দল ম্যানচেস্টার সিটিও জিতলো বড় ব্যবধানে।
ইতিহাদ স্টেডিয়ামে আজ (রোববার) এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে হার্ডার্সফিল্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি।
জোড়া গোল করেছেন ফিল ফোডেন। একটি করে গোল হুলিয়ান আলভারেজ, অসকার বব এবং জেরেমি ডকুর।
একতরফা ম্যাচে ৩৩ মিনিটে ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ান আলভারেজ।
৫৮ মিনিটে বেন জ্যাকসনের আত্মঘাতী গোলে ৩-০তে পিছিয়ে পড়ে হার্ডাসফিল্ড। ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফোডেন। আর ৭৪ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকেন জেরেমি ডকুর।