শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
বরগুনায় সালমা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। তবে স্বামী ফারুক আকনের দাবি তার স্ত্রী আত্মহত্যা করেছেন।
আজ (১৬ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া এলাকায়। গৃহবধূর স্বামী অভিযুক্ত ফারুক আকন একই এলাকার হামেদ আকনের ছেলে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। তদন্ত করে আইনি ব্যাবস্থা নেয়া হবে।বরগুনা সদর হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক নিহার রঞ্জন বৈদ্য জানান, হাসপাতালে ভর্তি করার পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়েছে।