শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
চট্টগ্রামে বাংলা ভাষায় না লেখায় নগরের জিইসি, লালদিঘী ও ওয়াসা এলাকার আট ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (১৬ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অন্যদিকে, পৃথক অভিযানে নগরের ধনিয়ালাপাড়া থেকে কদমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চসিকের স্পেশাল ম্যজিস্ট্রেট মনীষা মহাজন। এতে ফুটপাত ও সড়কে চলাচলের পথ অবরুদ্ধ করে ব্যবসা পরিচালনার দায়ে ছয় প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, সাইনবোর্ডে বাংলা ভাষার প্রধান্য না থাকলে জরিমানা ও কালো কালি লাগিয়ে দেয়া হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।