শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
চেয়ারম্যান: মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত নওগাঁর দোহালী গ্রামে নিধূরাম নামে এক কৃষকের সাপের কামড়ে মৃত্যু ‘আর্ত মানবতার সেবায় র‌্যাব” ফেনী জেলার ফুলগাজী এবং দাগনভূঁইয়া উপজেলার বন্যাদুর্গত এলাকায় বন্যার্ত সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলো র‍্যাব-৭, চট্টগ্রাম। সারাদেশে বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে স্বাভাবিক সার্কিট ব্রেকার বন্যার্তদের সহায়তায় ৩ কোটি ৯৫ লাখ টাকা দিলো বিভিন্ন প্রতিষ্ঠান বন্যার্তদের জন্য ১৫ লক্ষ টাকার অনুদান ও ত্রান সামগ্রী হস্তান্তর করল সেনা পরিবার কল্যাণ সমিতি, লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাব যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা ৫ দফা দাবিতে শিক্ষানবিশ আইনজীবীরা

পরকীয়া সন্দেহে প্রকাশ্যে নির্মম ও নৃশংসভাবে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজঃ

পরকীয়া সন্দেহে প্রকাশ্যে নির্মম ও নৃশংসভাবে কুপিয়ে হত্যায় দায়েরকৃত মামলার একমাত্র খুনী আসামী রোস্তম আলী সরকার (৫০)’কে মামলা রুজু হওয়ার ৩৬ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে বাংলাদেশ আমার অহংকার” এই  নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। নিহত ভিকটিম মোস্তাফিজুর রহমান (৪৮) পেশায় একজন কৃষক এবং তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন সতরা ফকিরাপাড়া এলাকার বাসিন্দা। ধৃত আসামী রুস্তম আলী সরকার নিহত ভিকটিমের প্রতিবেশি রুস্তম আলী সরকারের স্ত্রী’র সাথে নিহত ভিকটিমের অবৈধ সম্পর্ক আছে বলে দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছিল রুস্তম আলী সরকার। এ বিষয় নিয়ে গত ১৬ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ সকালে স্থানীয় একটি মুদির দোকানের সামনে ভিকটিম মোস্তাফিজুর রহমানের সহিত রুস্তম আলী সরকারের বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে রুস্তম আলী সরকার গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ রাত আনুমানিক ২১৩০ ঘটিকায় মোস্তাফিজুর রহমানের বাড়ি যাওয়ায় রাস্তার পাশে হত্যার উদ্দেশ্যে
দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ওঁৎ পেতে থাকে। পরবর্তীতে মোস্তাফিজুর রহমান বাজার থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাইসাইকেল যোগে রওনা হলে রাত আনুমানিক ২২৩০ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হলে তখন রুস্তম আলী সরকার তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মোস্তাফিজুর রহমানের শরীরে বিভিন্ন অংশে উপর্যুপরি আঘাত করলে মোস্তাফিজুর রহমান রক্তাক্ত ও গুরুত্বর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পরে। সে সময় রাস্তা দিয়ে অন্যান্য লোক আসতে দেখে রুস্তম আলী সরকার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশে- পাশের লোকজনের সহযোগীতায় রক্তাক্ত ও গুরুত্বর জখম অবস্থায় মোস্তাফিজুর রহমান’কে তাৎক্ষণিক পীরগঞ্জ
স্বাস্থ্য  নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মোস্তাফিজুর রহমান’কে মৃত ঘোষণা করেন। উক্ত মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় নিহত ভিকটিমের ছেলে বাদী হয়ে গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ রংপুর জেলার পীরগঞ্জ থানায় ঘাতক রুস্তম আলী সরকার’কে একমাত্র আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-২৫, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ, ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০। মামলা রুজু হওয়ার পর রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ সংবাদে জানতে পারে উক্ত আসামী চট্টগ্রাম এলাকায় অবস্থান করছে।উক্ত তথ্যের ভিত্তিতে ভিকটিমের পরিবার আসামীকে গ্রেফতারে জন্য র‌্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি আবেদন দাখিল করেন। উক্ত আবদেনের প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার আসামী চট্টগ্রাম মহনগরীর ইপিজেড থানাধীন প্রি পোর্ট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রুস্তম আলী সরকার (৫০), পিতা- মৃত গণি সরকার, সাং- চুতরা ফকিরাপাড়া, থানা- পীরগঞ্জ, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামী এবং সে আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহনগরীর ইপিজেড থানাধীন প্রি পোর্ট এলাকায় আত্মগোপন করেছিল।গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com