শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন
স্পোর্টস ডেস্কঃ
চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশে ম্যানসিটির জয়জয়কার এবারের চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ম্যানচেস্টার সিটি। ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘুরে তোলে পেপ গার্দিওলার দল।
টুর্নামেন্ট শেষে ইউরোপসেরা এই লিগের সেরা একাদশ প্রকাশ করেছে উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল। যাতে সিটির ফুটবলারদেরই জয়জয়কার। ইংলিশ ক্লাবটির ৭ জন জায়গা করে নিয়েছেন আসরের সেরা একাদশে।
বাকি চারজনের দুজন ইন্টার মিলানের, দুজন রিয়াল মাদ্রিদের। সিটি থেকে দলে আছেন আর্লিং হালান্ড, বার্নাদো সিলভা, কেভিন ডি ব্রুইনে, রদ্রি, জন স্টোনস, রুবেন দিয়াস ও কাইল ওয়াকার। ইন্টার মিলান থেকে আছেন আলেহান্দ্রো বাস্তোনি ও ফেদেরিকো দিমারকো।
সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া রিয়াল মাদ্রিদ দল থেকে রয়েছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা একাদশ গোলরক্ষক: থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ) ডিফেন্ডার: কাইল ওয়াকার (ম্যান সিটি), রুবেন দিয়াস (ম্যান সিটি), আলেহান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), ফেদেরিকো দিমারকো (ইন্টার মিলান) মিডফিল্ডার: জন স্টোনস (ম্যান সিটি), কেভিন ডি ব্রুইনে (ম্যান সিটি), রদ্রি (ম্যান সিটি) বিজ্ঞাপন ফরোয়ার্ড: বার্নাদো সিলভা (ম্যান সিটি), আর্লিং হালান্ড (ম্যান সিটি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।