রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
চেয়ারম্যান: মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁর দোহালী গ্রামে নিধূরাম নামে এক কৃষকের সাপের কামড়ে মৃত্যু ‘আর্ত মানবতার সেবায় র‌্যাব” ফেনী জেলার ফুলগাজী এবং দাগনভূঁইয়া উপজেলার বন্যাদুর্গত এলাকায় বন্যার্ত সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলো র‍্যাব-৭, চট্টগ্রাম। সারাদেশে বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে স্বাভাবিক সার্কিট ব্রেকার বন্যার্তদের সহায়তায় ৩ কোটি ৯৫ লাখ টাকা দিলো বিভিন্ন প্রতিষ্ঠান বন্যার্তদের জন্য ১৫ লক্ষ টাকার অনুদান ও ত্রান সামগ্রী হস্তান্তর করল সেনা পরিবার কল্যাণ সমিতি, লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাব যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা ৫ দফা দাবিতে শিক্ষানবিশ আইনজীবীরা মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবকের মূত্যু নওগাঁর রক্ত বেচাকেনা চক্রের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ২ সাংবাদিক হামলার শিকার

মোস্তাফিজকে নিয়েও হারলো দিল্লি, মুম্বাইর প্রথম জয়

স্পোর্টস ডেস্ক:

পরাজয়ের বৃত্ত থেকে বেরই হতে পারছে না দিল্লি ক্যাপিটালস। এ নিয়ে চারটি ম্যাচ খেললো এবং চার ম্যাচেই টানা পরাজয়। দিল্লি ক্যাপিটালসের হলোটা কী? মঙ্গলবারের ম্যাচে বাংলাদেশের বাঁ-হাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে একাদশে নেয়ার পরও হারতে হলো তাদের।

মূলত দল হিসেবেই বেশ খারাপ খেলছে দিল্লি ক্যাপিটালস। ব্যাটিংয়ে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ছাড়া আর কেউ ক্লিক করতে পারছে না। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে যদিও অক্ষর প্যাটেলও ভালো ব্যাটিং করেছেন। এর সঙ্গে আরেকজন ব্যাটার ভালো করতে পারলে স্কোরে ২০০ পার হয়ে যেতো। তাতে জয়ের একটা সুযোগও থাকতো দিল্লির।

ফল যা হওয়ার তাই হলো। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে হারলো দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএলে এটা মুম্বাইর প্রথম জয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭২ রান সংগ্রহ করেছিলো দিল্লি। জবাব দিতে নেমে ইনিংসের একেবারে শেষ বলে এসে জয়ের জন্য ২ রান তুলে নেয়।

শেষ বলে বেশ নাটকীয়তাই তৈরি হয়েছিলো। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রান। বোলার নরকিয়া। ব্যাটার টিম ডেভিড এবং ক্যামেরন গ্রিন। প্রথম বলে গ্রিন ১ রান নেয়ার পর দ্বিতীয় বলে টিম ডেভিড ক্যাচ তুলে দেন। কিন্তু সোজা বল যাওয়ার পরও মুকেশ সেটি ফেলে দেন। এরপর আরও একটি বল ডট।

চতুর্থ বলে ডেভিড এক রান নেন। পঞ্চম বলেও ১ রান নিলেন ক্যামেরন গ্রিন। শেষ বলে প্রয়োজন হয় ২ রান। ব্যাটার টিম ডেভিড। তিনি বাউন্ডারি মারার চেষ্টা করেছিলেন। কিন্তু বল লং অফে গেলেও ১রানের বেশি নিতে পারার কথা। সে জায়গায় দৌড়ে ২ রান নিয়ে নেন টিম ডেভিড। আউট বাঁচাতে শেষ মুহূর্তে ডাইভ দেন তিনি। ওয়ার্নার থ্রো করলেও সেটি ছিল অনেক উুঁচুতে। উইকেটরক্ষক লাফিয়ে উঠে বল ধরে স্ট্যাম্প ভাঙলেও ততক্ষণে টিম ডেভিড পৌঁছে যান ক্রিজে।

আর আগেই পরাজয়ের আসল কাজটা সেরে নেন মোস্তাফিজুর রহমান। ২ ওভারে মুম্বাইর প্রয়োজন ছিল ২০ রান। ১৯তম ওভার বল করার জন্য মোস্তাফিজের হাতে বল তুলে দেন ওয়ার্নার। কিন্তু তার এই ওভার থেকেই ১৫ রান তুলে নেয় মুম্বাইর ব্যাটার টিম ডেভিড এবং ক্যামেরন গ্রিন।

মুম্বাইয়ের জয়ের মূল কাজটি করে দেন অধিনায়ক রোহিত শর্মা। ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি ছিলেন তিনি। ৪৫ বলে ৬৫ রান করে মুম্বাইকে জয়ের পথে নিয়ে আসেন।

১৭তম ওভারে মোস্তাফিজের বলেই ক্যাচ দেন অভিষেক পোরেলের হাতে।এছাড়া ২৯ বলে ৪১ রান করেন তিলক ভার্মা। ২৬ বলে ৩১ রান করেন ইশান কিশান। ১১ বলে ১৩ রান করেন টিম ডেভিড এবং ৮ বলে ১৭ রান নেন ক্যামেরন গ্রিন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার এবং অক্ষর প্যাটেলের জোড়া হাফ সেঞ্চুরির ওপর ভর করে ১৭২ রান সংগ্রহ করে দিল্লি। ৪৭ বলে ৫১ রান করেন ওয়ার্নার। ১৮ বলে ২৬ রান করেন মানিশ পান্ডে। ২৫ বলে ৫৪ রান করেন অক্ষর প্যাটেল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

১৫

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com