শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:
পরাজয়ের বৃত্ত থেকে বেরই হতে পারছে না দিল্লি ক্যাপিটালস। এ নিয়ে চারটি ম্যাচ খেললো এবং চার ম্যাচেই টানা পরাজয়। দিল্লি ক্যাপিটালসের হলোটা কী? মঙ্গলবারের ম্যাচে বাংলাদেশের বাঁ-হাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে একাদশে নেয়ার পরও হারতে হলো তাদের।
মূলত দল হিসেবেই বেশ খারাপ খেলছে দিল্লি ক্যাপিটালস। ব্যাটিংয়ে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ছাড়া আর কেউ ক্লিক করতে পারছে না। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে যদিও অক্ষর প্যাটেলও ভালো ব্যাটিং করেছেন। এর সঙ্গে আরেকজন ব্যাটার ভালো করতে পারলে স্কোরে ২০০ পার হয়ে যেতো। তাতে জয়ের একটা সুযোগও থাকতো দিল্লির।
ফল যা হওয়ার তাই হলো। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে হারলো দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএলে এটা মুম্বাইর প্রথম জয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭২ রান সংগ্রহ করেছিলো দিল্লি। জবাব দিতে নেমে ইনিংসের একেবারে শেষ বলে এসে জয়ের জন্য ২ রান তুলে নেয়।
শেষ বলে বেশ নাটকীয়তাই তৈরি হয়েছিলো। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রান। বোলার নরকিয়া। ব্যাটার টিম ডেভিড এবং ক্যামেরন গ্রিন। প্রথম বলে গ্রিন ১ রান নেয়ার পর দ্বিতীয় বলে টিম ডেভিড ক্যাচ তুলে দেন। কিন্তু সোজা বল যাওয়ার পরও মুকেশ সেটি ফেলে দেন। এরপর আরও একটি বল ডট।
চতুর্থ বলে ডেভিড এক রান নেন। পঞ্চম বলেও ১ রান নিলেন ক্যামেরন গ্রিন। শেষ বলে প্রয়োজন হয় ২ রান। ব্যাটার টিম ডেভিড। তিনি বাউন্ডারি মারার চেষ্টা করেছিলেন। কিন্তু বল লং অফে গেলেও ১রানের বেশি নিতে পারার কথা। সে জায়গায় দৌড়ে ২ রান নিয়ে নেন টিম ডেভিড। আউট বাঁচাতে শেষ মুহূর্তে ডাইভ দেন তিনি। ওয়ার্নার থ্রো করলেও সেটি ছিল অনেক উুঁচুতে। উইকেটরক্ষক লাফিয়ে উঠে বল ধরে স্ট্যাম্প ভাঙলেও ততক্ষণে টিম ডেভিড পৌঁছে যান ক্রিজে।
আর আগেই পরাজয়ের আসল কাজটা সেরে নেন মোস্তাফিজুর রহমান। ২ ওভারে মুম্বাইর প্রয়োজন ছিল ২০ রান। ১৯তম ওভার বল করার জন্য মোস্তাফিজের হাতে বল তুলে দেন ওয়ার্নার। কিন্তু তার এই ওভার থেকেই ১৫ রান তুলে নেয় মুম্বাইর ব্যাটার টিম ডেভিড এবং ক্যামেরন গ্রিন।
মুম্বাইয়ের জয়ের মূল কাজটি করে দেন অধিনায়ক রোহিত শর্মা। ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি ছিলেন তিনি। ৪৫ বলে ৬৫ রান করে মুম্বাইকে জয়ের পথে নিয়ে আসেন।
১৭তম ওভারে মোস্তাফিজের বলেই ক্যাচ দেন অভিষেক পোরেলের হাতে।এছাড়া ২৯ বলে ৪১ রান করেন তিলক ভার্মা। ২৬ বলে ৩১ রান করেন ইশান কিশান। ১১ বলে ১৩ রান করেন টিম ডেভিড এবং ৮ বলে ১৭ রান নেন ক্যামেরন গ্রিন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার এবং অক্ষর প্যাটেলের জোড়া হাফ সেঞ্চুরির ওপর ভর করে ১৭২ রান সংগ্রহ করে দিল্লি। ৪৭ বলে ৫১ রান করেন ওয়ার্নার। ১৮ বলে ২৬ রান করেন মানিশ পান্ডে। ২৫ বলে ৫৪ রান করেন অক্ষর প্যাটেল।