বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৮ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপী পথচারী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণে অংশ নিয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে পথচারী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে প্রায় ২০০জন রোজাদার পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান নতুন কর্মস্থলে যোগদানের প্রাক্কালে শ্রীমঙ্গলে উপস্থিত হয়ে উপজেলা প্রশাসনের এই ইপতার বিতরণে যোগ দান করেন। এসময় সদ্য বিদায়ী মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, এটি উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের অনন্য একটি উদ্যোগ। তাৎক্ষণিক পথচারী সাধারণ মানুষের মাঝে কিছু ইফতার তুলে দেয়ার এই কার্যক্রমকে সাধুবাদ জানাই।
শ্রীমঙ্গলবাসীর সর্বাত্বক সহযোগিতায় মাসব্যাপী এই কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন কোন বিষয় নয়। বিশেষ করে পবিত্র রমজান মাসে রোজদার পথচারী সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ পূণ্যের কাজ। উল্লেখ্য, ১লা রমজানের দিন ‘পথচারীদের হাতে কিছু ইফতার তুলে দেয়া’র পরিকল্পনাটি তাৎক্ষণিক গ্রহণ করেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। এর আগে উপজেলা প্রশাসনের এ কার্যক্রমে পথচারী সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করেন মৌলভীবাজার-৪ সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায় প্রমূখ।