শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
আগামী ১৬ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। গতকাল (২০ ফেব্রুয়ারি) সোমবার ৯ টা থেকে ৪ টা পর্যন্ত দিনব্যাপী ফরিদপুর আঞ্চলিক নির্বাচন অফিসের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে ও কবি জসিমউদদীন হলরুমে এই মনোনয়ন পত্র যাচাই-বাছাই কাজ করা হয়।
নির্বাচনে ১১ টি ইউনিয়নের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন ফরিদপুর সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ নূরু আমীন। সদরের ১১ টি ইউনিয়নে মোট ৭৫ জন চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড সদস্য (মেম্বার) ৩৬৮ জন ও ১১৫ জন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য মনোনয়নপত্র জমা পড়ে। আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আসন্ন ইউপি নির্বাচনে ৭১ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য ১১২ জন এবং সাধারণ সদস্য ৩৬৪ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে কৃষ্ণনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লক্ষীকুল গ্রামের যাচাই-বাছাই শুরুর আগেই ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু হওয়ায়। ঐ প্রার্থীর সাধারণ সদস্য পদ থেকে মনোনয়ন পত্র বাতিল করা হয়।
মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে উপস্থিত ছিলেন, ফরিদপুর কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ গাফফার হোসেন, সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ নূরু আমীন, ভাংগা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও ঈশান গোপালপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ, চরভদ্রাসন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক প্রমুখ।
এসময় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল চেয়ারম্যান প্রার্থী, সাধারণ মেম্বার প্রার্থী ও সংরক্ষিত মহিলা প্রার্থীগণ। এছাড়াও প্রার্থীদের প্রস্তাবকারী এবং সমর্থকারীরা উপস্থিত ছিলেন। প্রার্থীতার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারী, প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারী, ১৬ ই মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ নূরু আমীন জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফশীল মোতাবেক নির্ধারিত তারিখে সুষ্ঠ ও শান্তিপুর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবার সদর উপজেলার ইউপি নির্বাচনে প্রথম ১১ টি ইউনিয়নে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) এর মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।