বাংলাদেশ প্রতিদিন খবর
- শনিবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ / ১১০ জন দেখেছে
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
আসন্ন ১৬ মার্চ কানাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফকির মোঃ বেলায়েত হোসেনকে বিজয়ী করতে ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল (১৭ ফেব্রুয়ারি) শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে কানাইপুর উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মিনু এর সভাপতিত্বে, মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন শিকদার (নিতাই), যুগ্ন সাধারন সম্পাদক মোঃ লিয়াকত শেখ, মোঃ সেকেন মোল্লা প্রমুখ।
এসময় কানাইপুর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ স্থানীয় সর্বস্তরের নেতারা ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ নির্বাচনী এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফকির মোঃ বেলায়েত হোসেন বলেন, নৌকা মার্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনার, নৌকা মার্কা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আপনাদেরকে তাদের জয়যুক্ত করতে হবে। নৌকার জয় উপহার দিয়ে প্রমাণ করতে চাই যে কানাইপুর ইউনিয়ন বাসী এখনো এক আছে এবং নৌকার পক্ষে আছি।
সভায় বক্তারা, আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফকির মোঃ বেলায়েত হোসেনকে নির্বাচনে বিজয়ী করার জন্য অনুরোধ জানান। তিনি নির্বাচিত হলে কানাইপুর ইউনিয়নের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয় রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দির, বিভিন্ন নির্মাণ কাজ সহ বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। এ সময় আসছে ১৬ মার্চ ইউপি নির্বাচনে ফকির মোঃ বেলায়েত হোসেনকে বিজয় নিশ্চিত করতে সবার প্রতি আহবান জানান বক্তারা।