বাংলাদেশ প্রতিদিন খবর
- বৃহস্পতিবার ২৬ জানুয়ারি, ২০২৩ / ১৩৬ জন দেখেছে
এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও জনসভা সফল করার লক্ষে তানোর উপজেলা আ’ লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।আজ (২৬ জানুয়ারি) বৃহস্পতিবার বিকালে তানোর উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন রাজশাহী জেলা আ’ লীগ সাবেক সভাপতি ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী।
তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।তানোর উপজেলা আ’ লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের উপস্থাপনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক।
তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, রাজশাহী জেলা আ’ লীগ সহ-সভাপতি শরিফ খান, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন।
কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, মুন্ডমালা পৌর সভায় মেয়র পদে আ’ লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী মুন্ডমালা পৌর আ’ লীগ সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন, তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুবাযের হোসেন প্রমুখ।
এসময় তানোর উপজেলা আ’ লীগ যুবলীগ, মহিলা লীগসহ সকল সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন ও পৌর সভার নেতা কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।অপর দিকে সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরীকে নিয়ে কুটক্তির প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল শেষে তানোর থানা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।