বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন
বরিশালে মাসব্যাপী পুনাক হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন হয়েছে। আজ (৯ ফেব্রুয়ারি) বুধবার বিকেলে নগরীর বান্দ রোডে বিআইডবি্লউটির মেরিন ওয়ার্কশপ মাঠে মেলার উদ্ধোধন করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সংস্থার (পুনাক) বরিশাল মেট্রেপলিটন শাখার সভানেত্রী আফরোজা পারভীন।
এ সময় বিএমপি পুনাকের দপ্তর সম্পাদিকা ফারহানা তানজীম, উৎপাদক সম্পাদিকা রোমানা আশরাফ, সাংস্কৃতিক সম্পাদিকা শারমিন আখতার, অতিরিক্ত উপ-কমিশনার (সিটিএসবি) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) নাসরিন জাহানসহ পুনাক বিএমপির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মাসব্যাপী পুনাক মেলায় মোট ১২০ টি ষ্টল রয়েছে। হস্ত ও কুটির শিল্প, পোষাক, প্রসাধনীসহ হরেক পন্য স্থান পেয়েছে এই মেলায়। নারীদের পর্যাপ্ত নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনসহ মেলার সার্বিক কার্যক্রম তদারক করছে মেট্রোপলিটন পুলিশ।