মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চীন বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে লাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোর সাথে কাজ করতে প্রস্তুত : শি মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শেষ ২১ দিনে, রায় ১৭ মে দেশপ্রধান হয়ে প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন: প্রেমের ফাঁদে ফেলে রনজিৎ দত্তকে হত্যা, প্রধান দুই আসামি গ্রেফতার প্রধান উপদেষ্টার আহ্বান এলডিসি উত্তরণ মসৃণ করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের শান্তি শোভাযাত্রায় আমীর খসরু মাহমুদ চৌধুরী রাজশাহীর দুর্গাপুরে মকবুল হত্যা মামলার প্রধান আসামি আলামিনসহ চারজন কক্সবাজারে গ্রেপ্তার তানোরে ফসলী জমি হ্রাস খাদ্য ঘাটতির আশঙ্কা নতুন সংবিধান হওয়া পর্যন্ত ৭২’র সংবিধানে সংশোধনী আনা যেতে পারে: আইন উপদেষ্টা ‘আল-মারচুচ হজ্ব কাফেলা আল্লাহর মেহমানদেরকে দীর্ঘ চব্বিশ বছর ধরে সেবা দিয়ে আসছে’

নিউজিল্যান্ডে সিরিজ জিতে নিল ভারত

বৃষ্টির কবলে ম্যাচ। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসের ৯ ওভার খেলার পর আর শুরুই করা গেলো না। যেটুকু হয়েছে, তাতে বৃষ্টি আইনেও কাউকে জেতাতে পারেনি। ম্যাচ টাই হয়ে গেল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টিতে।

প্রথমে ব্যাট করে নেপিয়ারে ১৬০ রান তোলে নিউজিল্যান্ড। সেই রানের জবাবে ভারত ৯ ওভারে তোলে ৪ উইকেট হারিয়ে ৭৫। প্রথম ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়। পরের ম্যাচ জেতে ভারত। শেষ ম্যাচ টাই। সিরিজ জিতে নিল ভারত। অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়ার প্রথম বড় সিরিজ জয় এটি। এর আগে তার নেতৃত্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতেছিল ভারত।

আজ (২২ নভেম্বর) মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শুরুতেই উইকেট হারায় তারা। ফিন অ্যালেন মাত্র ৩ রান করেন। তাকে ফেরান আর্শদিপ সিং। রান পাননি মার্ক চ্যাপম্যান। তিনি ১২ রান করে সাজঘরে ফেরেন। তাকে ফেরান মহম্মদ সিরাজ।

৪৪ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। সেখান থেকে নিউজিল্যান্ডকে ১৩০ রানে পৌঁছে দেন ডেভন কনওয়ে এবং গ্লেন ফিলিপ্স। দু’জনেই অর্ধশতরান করেন।কনওয়ে করেন ৫৯ রান এবং ফিলিপ্স করেন ৫৪ রান। তারা সাজঘরে ফিরতেই ভেঙে পড়লো নিউজিল্যান্ড।

সিরাজ এবং আর্শদিপ চারটি করে উইকেট নেন। একটি উইকেট নেন হারশাল প্যাটেল। একটি রানআউট করেন সিরাজ। ১৬০ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ড। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হন সিরাজ।

ব্যাট করতে নেমে ভারতের ইনিংসে কাঁপুনি ধরিয়ে দেন টিম সাউদি। মঙ্গলবার কেন উইলিয়ামসনের জায়গায় নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। পরপর দু’বলে দু’টি উইকেট তুলে নেন সাউদি। ভারতের দুই ওপেনার ইশান কিশন (১০) এবং রিশাভ পান্ত (১১) রান পাননি। শ্রেয়াস আয়ার প্রথম বলেই আউট। সূর্যকুমার যাদব আউট ১৩ রানে। খেলা বন্ধ হওয়ার সময় হার্দিক পান্ডিয়া ৩০ রানে অপরাজিত ছিলেন। ৯ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ৭৫।

ম্যাচের যে জায়গায় বৃষ্টি নামে ডার্ক অ্যান্ড লুইস নিয়ম অনুযায়ী তাতে ম্যাচ টাই হওয়ার রান করেছিল ভারত। ৪ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যাওয়া ভারতের মাথায় চিন্তা ছিল; কিন্তু বৃষ্টি এমন সময় এল যে, ম্যাচ টাই হয়ে গেল। সে সঙ্গে ভারত জিতে নিল সিরিজটা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com