বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১০:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
প্রকাশক ও সম্পাদক : মোঃ বিল্লাল হোসেন।  আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট রাসেল । ব্যবস্থাপনা সম্পাদক: কাজী মোস্তফা রুমি । যোগাযোগ : ০৩১-৭২৮০৮৫, ০১৮১১৫৮৮০৮০ মেইল: bdprotidinkhabor@gmail.com জহুর উল্লাহ বিল্ডিং (৩য় তলা), পানওয়ালা পাড়া, চৌমুহনী, উত্তর আগ্রাবাদ ১২৭৭, চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ওসির বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্ট : সেই বডি বিল্ডারের ১০ বছরের সাজা চট্টগ্রামে ৮ বছরের স্কুল ছাত্রীকে ধর্ষেণর অভিযোগ, হালিশহর থানায় মামলা ইতালির ভিছেন্সায় বাংলাদেশ কমিউনিটির আত্মপ্রকাশ বাঘাইছড়িতে ইউপিডিএফের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান দক্ষিণ এশিয়ার প্রথম টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষেধাজ্ঞা অমাণ্য করে ঝাটকা ইলিশ ধরছে কিছু প্রভাবশালী মাঝি যশোরে পানিতে ডুবে দুই ভাইয়ের করুণ মূত্যু,এলাকায় চলছে শোকের ছায়া ১০২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলা তদন্ত প্রতিবেদন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর আবারও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

সিঙ্গাপুরে ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ কোর মূল্যস্ফীতি

বিশ্বের প্রায় সকল দেশে মুদ্রাস্ফীতির চাপ পড়েছে। তারই ধারাবাহিকতায় সিঙ্গাপুরে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। গত মাসে এশিয়ার নগর রাষ্ট্রটিতে কোর মূল্যস্ফীতি ১৪ বছরের সর্বোচ্চে উন্নীত হয়েছে।

বর্তমানে দেশটিতে খাদ্য, পরিষেবা ও অন্যান্য পণ্যের ব্যয় ব্যাপক আকারে বেড়ে গিয়েছে। স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়েছে, ব্যক্তিগত পরিবহন ও বাসস্থানের খবর বাদ দিয়ে হিসাব করা কোর মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৫ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে।

আগস্টেও এ হার ৫ দশমিক ১ শতাংশ ছিল। এর আগে ২০০৮ সালের নভেম্বরে সিঙ্গাপুরের মূল্যস্ফীতি রেকর্ড ৫ দশমিক ৫ শতাংশে পৌঁছেছিল। সিঙ্গাপুরের মুদ্রা কর্তৃপক্ষ (এমএএস) এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (এমটিআই) জানিয়েছে, গত মাসে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বা সামগ্রিক মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। আগস্টেও এ হার একই এবং ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল।

ভূরাজনৈতিক উত্তেজনা, বিশ্বজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে মূল্যস্ফীতির চাপ বাড়ছে। সেপ্টেম্বরের মূল্যস্ফীতি বিশ্লেষকদের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। এ সময়ে দেশটিতে খাদ্যপণ্যের দাম গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

আগস্টে দাম বাড়ার এ হার ছিল ৬ দশমিক ৪ শতাংশ। এছাড়া পরিবহন পরিষেবা ও ছুটির খরচে বড় ধরনের ব্যয় বেড়ে যাওয়ায় পরিষেবা মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৪ শতাংশে পৌঁছেছে। যদিও আগের মাসে এ হার ৩ দশমিক ৮ শতাংশ ছিল। তবে টেলিকমিউনিকেশন সার্ভিসের ফি কিছুটা কমেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com