বিশ্বের প্রায় সকল দেশে মুদ্রাস্ফীতির চাপ পড়েছে। তারই ধারাবাহিকতায় সিঙ্গাপুরে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। গত মাসে এশিয়ার নগর রাষ্ট্রটিতে কোর মূল্যস্ফীতি ১৪ বছরের সর্বোচ্চে উন্নীত হয়েছে।
বর্তমানে দেশটিতে খাদ্য, পরিষেবা ও অন্যান্য পণ্যের ব্যয় ব্যাপক আকারে বেড়ে গিয়েছে। স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়েছে, ব্যক্তিগত পরিবহন ও বাসস্থানের খবর বাদ দিয়ে হিসাব করা কোর মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৫ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে।
আগস্টেও এ হার ৫ দশমিক ১ শতাংশ ছিল। এর আগে ২০০৮ সালের নভেম্বরে সিঙ্গাপুরের মূল্যস্ফীতি রেকর্ড ৫ দশমিক ৫ শতাংশে পৌঁছেছিল। সিঙ্গাপুরের মুদ্রা কর্তৃপক্ষ (এমএএস) এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (এমটিআই) জানিয়েছে, গত মাসে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বা সামগ্রিক মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। আগস্টেও এ হার একই এবং ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল।
ভূরাজনৈতিক উত্তেজনা, বিশ্বজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে মূল্যস্ফীতির চাপ বাড়ছে। সেপ্টেম্বরের মূল্যস্ফীতি বিশ্লেষকদের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। এ সময়ে দেশটিতে খাদ্যপণ্যের দাম গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ বেড়েছে।
আগস্টে দাম বাড়ার এ হার ছিল ৬ দশমিক ৪ শতাংশ। এছাড়া পরিবহন পরিষেবা ও ছুটির খরচে বড় ধরনের ব্যয় বেড়ে যাওয়ায় পরিষেবা মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৪ শতাংশে পৌঁছেছে। যদিও আগের মাসে এ হার ৩ দশমিক ৮ শতাংশ ছিল। তবে টেলিকমিউনিকেশন সার্ভিসের ফি কিছুটা কমেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF