শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
চেয়ারম্যান: মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আন্ত:জেলা ডাকাত চক্রের ২ সদস্য লোহাগড়া থানা পুলিশের হাতে আটক কোতোয়ালি থানার একটি অভিযানিক টিম দেশে-খাদ্য মূল্যস্ফীতি ১৪ ছুঁইছুঁই, বেড়েছে সামগ্রিক মূল্যস্ফীতিও: ভারতের আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার দক্ষিণ জেলা এলডিপি সভাপতির নিন্দা মামলায় নাম থাকলেই ঢালাও গ্রেপ্তার নয়: আইজিপি বাবাকে না পেয়ে অস্ত্র মামলায় ফাঁসানোসেই শিক্ষার্থীর জামিন: আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি ভৈরব রেলস্টেশন হইতে চন্দন গ্রেফতার ভূঞাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় সভা সাংবাদিকদের চেয়ে আইনের হাত লম্বা : চট্টগ্রাম প্রেস ক্লাবে‌ অ্যাটর্নি জেনারেল: সিএমপিতে “ছিন্নমূল শিশু ও কিশোর অপরাধ প্রতিরোধ ও প্রতিকার” বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

চতুর্থ রাউন্ডের বাধা পার হলো ম্যানসিটি-চেলসি

একদিন আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি মিস করার মধ্য দিয়ে ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় ঘটেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। আজ (৬ জানুয়ারি) শনিবার রাতে ম্যানইউর পথে হাঁটেনি ম্যানসিটি এবং চেলসি। সহজ জয়ে এই দুই দলই উঠে গেছে এফএ কাপের পঞ্চম রাউন্ডে।

নিজেদের মাঠে ফুলহামকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। তবে চেলসির জয়টা ম্যানসিটির মত এত সহজ ছিল না। তারা প্লেমাউথ আরগিলকে ২-১ গোলে হারিয়ে উঠে গেছে পঞ্চম রাউন্ডে।

ঘরের মাঠে শুরুতেই কিন্তু পিছিয়ে পড়েছিল পেপ গার্দিওলার দল ম্যানসিটি। ম্যাচের চতুর্থ মিনিটেই ম্যানসিটির জালে বল জড়িয়ে দেন লিভারপুলের টার্গেট, ফুলহ্যাম স্ট্রাইকার ফ্যাবিও কার্ভালহো। কিন্তু সমতায় ফিরতে খুব বেশি বিলম্ব হয়নি ম্যানসিটির। মাত্র ২ মিনিট পরই, ম্যাচের ৬ষ্ঠ মিনিটের মাথায় ইলকায় গুন্ডোগান গোল করে সমতায় ফেরান সিটিকে।

শুধু তাই নয়, এরপর ৭ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করে বসে ম্যানসিটি। ম্যাচের ১৩ মিনিটের মাথায় সিটিকে লিড এনে দেন জন স্টোন। খেলার প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে ম্যানসিটি। এরপর রিয়াদ মাহারেজ জোড়া গোল করে ম্যানসিটিকে সহজ জয় এনে দেন।

৫৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের প্রথম এবং দলের হয়ে তৃতীয় গোল করেন রিয়াদ মাহারেজ। মাত্র ৪ মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় গোল আদায় করেন নেন মাহারেজ। ৫৭ মিনিটে ব্যবধান ৪-১ করে ফেলেন তিনি। এরপর অবশ্য ম্যানসিটি এবং ফুলহামের কেউ গোল আদায় করতে পারেনি।

এফএ কাপের চতুর্থ রাউন্ডের অপর ম্যাচে স্টামফোর্ড ব্রিজে প্লেমাউথকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। ম্যাচের ৮ম মিনেটেই পিছিয়ে পড়ে চেলসি। প্লেমাউথের ম্যাকাউলাই গিলেস্পি গোল করে এগিয়ে দেন দলকে। প্রথমার্ধ শেষ হওয়ার ৪ মিনিট আগে গোল করে চেলসিকে সমতায় ফেরান সিজার আজপিলিকুয়েতা।

১-১ গোলে খেলা সমতায় থাকার কারণে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ওই সময়ে গিয়ে, ১০৫+১তম মিনিটে চেলসির হয়ে জয়সূচক গোলটি করলেন মার্কোস আলোনসো। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com