একদিন আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি মিস করার মধ্য দিয়ে ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় ঘটেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। আজ (৬ জানুয়ারি) শনিবার রাতে ম্যানইউর পথে হাঁটেনি ম্যানসিটি এবং চেলসি। সহজ জয়ে এই দুই দলই উঠে গেছে এফএ কাপের পঞ্চম রাউন্ডে।
নিজেদের মাঠে ফুলহামকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। তবে চেলসির জয়টা ম্যানসিটির মত এত সহজ ছিল না। তারা প্লেমাউথ আরগিলকে ২-১ গোলে হারিয়ে উঠে গেছে পঞ্চম রাউন্ডে।
ঘরের মাঠে শুরুতেই কিন্তু পিছিয়ে পড়েছিল পেপ গার্দিওলার দল ম্যানসিটি। ম্যাচের চতুর্থ মিনিটেই ম্যানসিটির জালে বল জড়িয়ে দেন লিভারপুলের টার্গেট, ফুলহ্যাম স্ট্রাইকার ফ্যাবিও কার্ভালহো। কিন্তু সমতায় ফিরতে খুব বেশি বিলম্ব হয়নি ম্যানসিটির। মাত্র ২ মিনিট পরই, ম্যাচের ৬ষ্ঠ মিনিটের মাথায় ইলকায় গুন্ডোগান গোল করে সমতায় ফেরান সিটিকে।
শুধু তাই নয়, এরপর ৭ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করে বসে ম্যানসিটি। ম্যাচের ১৩ মিনিটের মাথায় সিটিকে লিড এনে দেন জন স্টোন। খেলার প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে ম্যানসিটি। এরপর রিয়াদ মাহারেজ জোড়া গোল করে ম্যানসিটিকে সহজ জয় এনে দেন।
৫৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের প্রথম এবং দলের হয়ে তৃতীয় গোল করেন রিয়াদ মাহারেজ। মাত্র ৪ মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় গোল আদায় করেন নেন মাহারেজ। ৫৭ মিনিটে ব্যবধান ৪-১ করে ফেলেন তিনি। এরপর অবশ্য ম্যানসিটি এবং ফুলহামের কেউ গোল আদায় করতে পারেনি।
এফএ কাপের চতুর্থ রাউন্ডের অপর ম্যাচে স্টামফোর্ড ব্রিজে প্লেমাউথকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। ম্যাচের ৮ম মিনেটেই পিছিয়ে পড়ে চেলসি। প্লেমাউথের ম্যাকাউলাই গিলেস্পি গোল করে এগিয়ে দেন দলকে। প্রথমার্ধ শেষ হওয়ার ৪ মিনিট আগে গোল করে চেলসিকে সমতায় ফেরান সিজার আজপিলিকুয়েতা।
১-১ গোলে খেলা সমতায় থাকার কারণে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ওই সময়ে গিয়ে, ১০৫+১তম মিনিটে চেলসির হয়ে জয়সূচক গোলটি করলেন মার্কোস আলোনসো। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.