সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডিবি পরিচয়ে চাঁদাবাজি, এসআই ও ছাত্রদল নেতা আটক নগরীর ডবলমুরিং এলাকায় আবেগঘন চিরকুট লিখে ক্যান্সার আক্রান্ত বীর মুক্তিযোদ্ধার ‘আত্মহত্যা’ সৈকতে পর্যটকের ঢল,হোটেল-মোটেলে ঠাঁই নেই চসিক মেয়রের সঙ্গে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সাংবাদিককে হত্যাচেষ্টা, ২৫ জনের বিরুদ্ধে মামলা ছাত্র আন্দোলনে হামলা : লোহাগাড়ায় মামলার আসামি গ্রেফতার দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ৭ ব্যারেল চোরাই ডিজেল তৈল সহ গ্রেপ্তার ২ পূর্বকোণ-পত্রিকার সহ-সম্পাদক ও শিক্ষার্থীর ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান’কে গ্রেপ্তার করেছে”র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর আভিযানিক দল চট্টগ্রাম-কক্সবাজার- মহাসড়কে অপ্রতিরোধ্য মৃত্যুর মিছিল”নিয়ন্ত্রণ হারিয়েএক’মোটরসাইকেল চালক নিহত

রাজশাহীতে জয়ের মুকুট পরলেন নৌকার প্রার্থী

এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল নির্বাচিত হয়েছেন। কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ৫৯৮ ভোট।মীর ইকবালের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আখতারুজ্জামান আখতার পেয়েছেন ৫৬৬ ভোট। ৩২ ভোটের ব্যবধানে মীর ইকবাল বেসরকারিভাবে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

আজ (১৭ অক্টোবর) সোমবার  বিকেল ৪টার দিকে রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল জলিল এই ফলাফল ঘোষণা করেন। তিনি জানান ভোট কাস্টিংয়ের হার ৯৯ শতাংশ।

রাজশাহীতে ভোটার সংখ্যা ছিল ১ হাজার ১৮৫ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ হাজার ১৭৫ জন ভোটার। মোট ১০ জন ভোট দেননি। এই ভোটারের মধ্যে চারজন কারাগারে এবং মারা গেছেন একজন। আর পাঁচজন ভোট দেননি। এছাড়া অপর দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আক্তারুজ্জামান আনারস প্রতীক নিয়ে চার ভোট পেয়েছেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল তালগাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সাত ভোট পেয়েছেন।এছাড়া রাজশাহী জেলা পরিষদের ৯টি সাধরণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩০ জন প্রার্থী। আর সংরক্ষিত আসনের ৩ জনের বিপরীতে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে আজ (১৭ অক্টোবর) সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজশাহীর নয় উপজেলায় ১৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাজশাহীতে সোমবার (১৭ অক্টোবর) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ভোটগ্রহণ চলাকালে রাজশাহীর কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে সার্ভারের সমস্যায় সকালে প্রায় কেন্দ্রেই ভোটগ্রহণ শুরু করতে ১০/১৫ মিনিট দেরি হয়। যদিও দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হামলা, অভিযোগ ও পাল্টা অভিযোগের কারণে এই নির্বাচনের শুরু থেকেই উদ্বেগ-উৎকণ্ঠা ছিল। তবে সকাল থেকেই ভোটারদের ভোট দেওয়ার জন্য সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোটকেন্দ্রে প্রবেশের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। বেলা গড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে দেখা যায়।

নির্বাচনের ফলাফল ঘোষণার সময় রাজশাহী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, সবগুলো কেন্দ্রে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছিল এবং সময়মতো শেষ হয়েছে। সকাল থেকেই সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এটি রাজশাহীর জন্য একটি অনন্য দৃষ্টান্ত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com