বাংলাদেশ প্রতিদিন খবর
- মঙ্গলবার ১১ অক্টোবর, ২০২২ / ১৪৫ জন দেখেছে
এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে সিলগালা করা অবৈধ নিউরণ ডায়াগনস্টিক সেন্টার এবার মালিকানা পরিবর্তন করে প্রতারণা শুরু করেছে। স্থানীয়রা জানান, রাজশাহীর বহরমপুর এলাকার ইয়াদ আলীর পুত্র আব্দুল মালেক মুন্ডুমালা পৌরসভার সাদিপুর মহল্লায় রাতারাতি অবৈধ ভাবে নিউরণ ডায়াগনস্টিক সেন্টার গড়ে তোলে এবং মানবদেহের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়।
এদিকে স্থানীয়দের অভিযোগ ও সরকারি অনুমোদন না থাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগ নিউরণ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেন। কিন্ত্ত পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর বাজারের মেসার্স মিলন ফার্মেসীর মিলন আলী তাদের কাছে থেকে লাইসেন্স কিনে নিয়ে রাতারাতি কৃষ্ণপুর বাজারে নিউরণ ডায়াগনস্টিক সেন্টার চালু করেছে।অথচ নীতিমালা অনুযায়ী সিলগালা করা প্রতিষ্ঠানের মালিকানা পরিবর্তনের কোনো সুযোগ নাই।
এবিষয়ে জানতে চাইলে মিলন আলী বলেন, লাইসেন্স কিনে নিয়ে তিনি নিউরণ ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম শুরু করেছেন। তিনি বলেন, টিএইচও হাকিম স্যার এসে দেখে অনুমতি দিয়েছেন। এবিষয়ে তানোর উপজেলা হাসপাতালের (ভারপ্রাপ্ত) টিএইচও ডা, আব্দুল হাকিম বলেন, সরকারি অনুমোদন না থাকায় মুন্ডুমালায় নিউরণ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। তিনি বলেন, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেটা চালু করা যাবে না। এবিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক জানান কোনো ভাবেই এসব প্রতিষ্ঠান চালানো যাবে না বলে কঠোর নির্দেশনা দেওয়া আছে। তারপরও কেউ চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, কোন ছাড় দেয়া হবে না।