বাংলাদেশ প্রতিদিন খবর
- বুধবার ৩১ আগস্ট, ২০২২ / ৪১ জন দেখেছে
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৫টি ইউনিয়ন বিএনপির কমিটির ঘোষণা করেছে নাগরপুর উপজেলা বিএনপি।এর আগে আরো ৫টি কমিটির ঘোষণা করেছে উপজেলা বিএনপি।এ পর্যন্ত নাগরপুর উপজেলা ১০ টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করেছে উপজেলা বিএনপি।এর মধ্যে রয়েছে উপজেলার সহবতপুর ইউনিয়ন বিএনপির মো. আলাউদ্দিন আলাল কে আহবায়ক ও সৈয়দ জিকরুল হাসান পিয়াস কে সদস্য সচিব মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
মোকনা ইউনিয়ন বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন খান রাজা ও সদস্য সচিব মো. ছানোয়ার হোসেন ছামান সহ ৪১ সদস্য কমিটি ঘোষণা করেছে উপজেলা বিএনপি।ভারড়া পূর্ব ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. জাকির হোসেন মজিদ ও সদস্য সচিব মো. আরিফুর রহমান আরিফ সহ ৪৩ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেছে উপজেলা বিএনপি।
ধুবড়িয়া ইউনিয়নে কাজী শহিদুল আলম কে আহবায়ক ও মানিক মিয়াকে সদস্য সচিব করে ৩১ সদস্যের কমিটি ঘোষণা করেছে।ভারড়া পশ্চিম বিএনপির মো. মুজিবুর রহমান তালুকদার কে আহবায়ক সদস্য সচিব মো. মজিবর মেম্বার সহ ৩১ সদস্যদের কমিটি গঠন করেছে।
ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি।নতুন এ কমিটি গঠনে ওয়ার্ড, ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে।নতুন এ কমিটিতে স্থান পাওয়া নেতাদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছে এ কমিটিতে। আগামী দিনগুলিতে এধরনের কমিটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তারা আশা ব্যক্ত করেন।