মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
সন্ত্রাস দমন আইনের মামলায় তিন দিনের আগাম জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার (২২ আগস্ট) থেকে আগামী ২৫ আগস্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এদিকে, রোববার (২১ আগস্ট) সন্ত্রাসবিরোধী আইনের সাত নম্বর ধারায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এসময় গণসমাবেশে এক নারী বিচারক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে হুমকি দেয়ার অভিযোগ আনা হয় ইমরান খানের ওপর। পরে পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী ও বাবর আওয়ান ইমরান খানের পক্ষে জামিন আবেদন করেন। এদিকে, ইমরান খান গ্রেফতার হতে পারেন এমন আশঙ্কায় শীর্ষ নেতারা দলের কর্মী-সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানান।