টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন। মাদক উদ্ধার, মামলা নিস্পতি, ওয়ারেন্ট তামিল, আইন শৃঙ্খলাসহ গত জুলাই মাসের আইনশৃংখলা পরিস্থতির উন্নয়ন হওয়ায় জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় তাকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।
আজ (৭ আগস্ট) রবিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তাকে ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মনির হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মোশারফ হোসেন বলেন, এটা আমার একা কৃতিত্ব নয়, থানার সকল অফিসার ও ফোর্সদের কৃতিত্ব। পুলিশ সুপার ও গোপাল সার্কেল মো. সোহেল রানার নির্দেশক্রমে সর্বোচ্চ চেষ্টা করে গোপালপুর বাসীর সেবায় নিয়োজিত থাকবো।