বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ অপরাহ্ন
লুটপাট আর দুর্নীতি হালাল করতেই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার; এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে কৃষকদলের বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। ভোলায় ছাত্রদল ও স্বেচ্চাসেবক দলের দুই নেতাকে হত্যা এবং জ্বালানি তেল ও সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে কৃষকদল।
সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় টিকে থাকতে বহু হত্যা করেছে সরকার। ভোলায় নুরে আলম হত্যা তারই ধারাবাহিকতা। এ ঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করার পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন মির্জা ফখরুল। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে আওয়ামী লীগ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।