বাংলাদেশ প্রতিদিন খবর
- সোমবার ১ আগস্ট, ২০২২ / ১৩২ জন দেখেছে

নাগরপুর উপজেলায় সূর্য আইডিয়াল স্কুল একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। নাগরপুর উপজেলায় চারটি শাখায় এই বিদ্যালয়ের শ্রেনি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
শিক্ষা বিস্তারের পাশাপাশি এই বিদ্যালয়টি সহ-শিক্ষা কার্যক্রমে নাগরপুর উপজেলায় অন্যতম গুরুত্ব বহন করে আসছে।এরই ধারাবাহিকতায় গতকাল (৩১ জুলাই) শুক্রবার ২০২২ এ সূর্য আইডিয়াল স্কুল এর কোচিং শাখায় কাঠুরি ক্যাম্পাসে বার্ষিক মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়ে গেল।
উক্ত বার্ষিক মিলন মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সূর্য আইডিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার সফল সাধারণ সম্পাদক ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক, উদীয়মান তরুণ শিক্ষাবিদ মোঃ গোলাম মোস্তফা গোলাম, এম.এস. এস- রাষ্ট্রবিজ্ঞান। এছাড়াও সূর্য আইডিয়াল স্কুল এর কোচিং শাখার সম্মানিত সকল শিক্ষক-শিক্ষিক মন্ডলী সহ সম্মানিত অভিভাবক অভিভাবিকা মন্ডলী উপস্থিত ছিলেন।
উক্ত মিলন মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে সকল ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত নানারকম আনন্দঘন কার্যক্রম পরিচালিত হয়।বিকেল বেলা থেকে সাংস্কৃতিক পর্ব শুরু হয় সাংস্কৃতিক পর্বে সূর্য আইডিয়াল স্কুল এর কোচিং শাখার বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা নাচ, গান ও বিভিন্ন আনন্দমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ পর্যায়ে উক্ত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ও সূর্যশিক্ষা পরিবারের মাননীয় চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম বলেন,” আজ আমরা সকলে একত্রিত হয়েছিলাম আনন্দ করার জন্য যা মূল শিক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ করে। আমি উপস্থিত সকল সম্মানিত অভিভাবক অভিভাবিকা মন্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ও সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানটিকে সুন্দর ও সাফল্যমন্ডিত করার জন্য। ধন্যবাদ সকলকে।”