এরপর সিকান্দার রাজা আর রায়ান বার্লের ব্যাটে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। ৩১ রানে ৫ উইকেট হারানো দলকে টেনে তোলেন আগের ম্যাচের নায়ক সিকান্দার রাজা এবং রায়ান বার্ল। তাদের ব্যাটে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। তাদের লড়াকু ইনিংসে ২০ ওভারে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ১৩৫ রান।
রোববার (৩১ জুলাই) হারারের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। বেশ চমক দেখিয়েই বোলিং উদ্বোধন করানো হয় পার্টটাইমার মোসাদ্দেক হোসেন সৈকতকে দিয়ে। তার চেয়েও বড় চমক দেন সৈকত ইনিংসের প্রথম বলেই রেজিস চাকাভাকে (০) অধিনায়ক নুরুল হাসান সোহানের গ্লাভসবন্দি করে! একই ওভারের শেষ বলে ফেরান ওয়েসলি মাধভেরেকে (৪)।
আজ মোসাদ্দেকের বোলিং ফিগার- ৪ ওভার, ২০ রান ৫ উইকেট। বাংলাদেশের হয়ে কোনো ডানহাতি অফ স্পিনারের এটাই সেরা বোলিং রেকর্ড।